ত্রিপুরায় নারীর ভোট দিলেন পুরুষ, ভিডিও ভাইরাল

ভারতের ত্রিপুরা রাজ্যে পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোট শুরুর পরই বিরোধী সিপিআই(এম) ও তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি কর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদের প্রার্থীদের ভয় দেখাচ্ছে।

সিপিআই(এম) এবং তৃণমূলের আরও অভিযোগ করেছে সব ভোটারকে পোলিং বুথে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিরোধীদের অভিযোগ, মুখোশ ও হেলমেট পরে সংঘবদ্ধ দল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বাড়িতেই থাকতে বলছেন।

সিপিআই(এম) এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন তথ্য এখনও আসছে... আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের কয়েকটি ওয়ার্ডে বিপুল সংখ্যক দুস্কৃতিকারী ক্ষমতাসী বিজেপির হয়ে ঘুরে বেড়াচ্ছে।’

তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে কালো শার্ট পরা এক ব্যক্তি অন্যের ভোট দিয়ে দিচ্ছেন।

ত্রিপুরার ১৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনে ৬৪৪টি বুথে ভোট গ্রহণ চলছে। সবচেয়ে বেশি নিবিড় নজর রাখা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সর্বশেষ মেয়াদে এখানে নিয়ন্ত্রণ ছিলো সিপিআই(এম) এর। বিরোধীদের অভিযোগ, অন্যায়ভাবে হলেও কর্পোরেশনটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে চাইছে বিজেপি।

ত্রিপুরায় এখনও ২০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন বাকি আছে। এর সাতটি ইতোমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে বিজেপি। কয়েকটি আসনে প্রার্থী দেওয়া থেকে বিরত রয়েছে সিপিআই(এম)।