২০ ঘণ্টা খুঁড়ে কয়লা খনি থেকে বের হলেন তারা

ভারতের ঝাড়খন্ড রাজ্যের একটি পরিত্যক্ত কয়লা খনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে আটকে পড়েন চার ব্যক্তি। গত শুক্রবার খনিতে প্রবেশ করা এই ব্যক্তিরা ফেরার রাস্তা হারিয়ে ফেলেন। ২০ ঘণ্টা খুঁড়ে অবশেষে সোমবার (২৯ নভেম্বর) সকালে সেখান থেকে বের হয়ে আসেন তারা।

ঝাড়খন্ডের তিলাতান্দ গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিরা জানিয়েছেন, পর্বতপুরের ভারত চোকিং কয়লা লিমিটেডের খনিতে আটকে পড়েন তারা।

স্থানীয় পুলিশ সুপার চন্দন কুমার ঝা জানিয়েছেন, ওই চার ব্যক্তি হলেন লক্ষণ রাজোয়ার(৪২), আনাদি সিং(৪৫), রাবণ রাজোয়ার(৪৬), এবং ভারত সিং(৪৫)। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে তারা খনি থেকে বের হয়ে আসেন।

এর আগে তাদের উদ্ধারে রবিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সুপার জানান, অবৈধভাবে কয়লা তুলতে পরিত্যক্ত খনিতে গত শুক্রবার ছয় ব্যক্তি প্রবেশ করেন। পরে খনির একটি অংশ ধসে পড়লে তারা আটকা পড়ে।

ঘটনার পরপরই দুই ব্যক্তি বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বাকি চার জনের অবস্থান শনাক্ত করতে পারেনি কর্মকর্তারা।

ওই চার ব্যক্তি বেরিয়ে আসলেও অবৈধভাবে কয়লা উত্তোলন করায় তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি।

সূত্র: এনডিটিভি