বাহরাইনে প্রথম করোনা শনাক্ত

প্রথমবার করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হলো বাহরাইনে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, তার সম্প্রতি বিদেশে ভ্রমণের ইতিহাস রয়েছে।

এক টুইট বার্তায় জানানো হয়েছে, সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনে কেউ শনাক্ত হননি। তিনি কোন দেশে ভ্রমণ করেছেন তা উল্লেখ করেনি মন্ত্রণালয়।

গত ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বিশ্বে এখন পর্যন্ত অর্ধশত দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি মেলেছে। এটিকে এখন পর্যন্ত অতি সংক্রামক বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এই ভ্যারিয়েন্টে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, এটি ডেল্টার ভ্যারিয়েন্টের মতো তাণ্ডব চালাতে পারে। এখনই আতঙ্কিত না হতে বলছে ডব্লিউওএইচও।