বিজয়ের ৫০: মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি মমতার স্যালুট

বাংলাদেশের বিজয়ের ৫০-এ বিশ্বের অনেক দেশের নেতাদের মতো শুভেচ্ছো জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। 

বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী (১৬ ডিসেম্বের) এক টুইট বার্তায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান  মুখ্যমন্ত্রী মমতা।

টুইটে তিনি বলেন, আপনাদের আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা। সবার মনে আছে, ১৯৭১ সালে কতটা সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা স্যালুট জানাই’। 

মমতার টুইট বার্তা

একইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।