বানরের শেষকৃত্যে দেড় হাজার মানুষ

ভারতের মধ্য প্রদেশের এক গ্রামে বানরের শেষকৃত্যে প্রায় দেড় হাজার মানুষের সমাগম ঘটেছে। এর মাধ্যমে করোনাবিধি ভঙ্গের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৯ ডিসেম্বর বানরটির মৃত্যুর পর রাজগড় জেলার ডালুপুরা গ্রামের বাসিন্দারা শেষকৃত্যের আয়োজন করে। ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, শেষকৃত্যে যোগ দেওয়া মানুষেরা স্লোগান দিতে দিতে বানরের খাটিয়াকে শশ্মানে নিয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্যে মাথা মুন্ডন করেন হরি সিং নামের এক তরুণ।

বানরটি কারো পোষা ছিল না। তবে এটি গ্রামে প্রায়ই যাতায়াত করতো। উল্লেখ্য, ভারতের বিভিন্ন অংশে বানরকে পবিত্র মনে করা হয়। দেবতা হনুমানের সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন ভারতের অনেক হিন্দু ধর্মাবলম্বী।

শেষকৃত্যের পর গ্রামবাসী অর্থ সংগ্রহ করে দেড় হাজার মানুষের ভোজের আয়োজন করে। গ্রামবাসীদের আমন্ত্রণ জানাতে কার্ড তৈরি করে বিতরণ করা হয়।

ভোজ আয়োজনের ভিডিওতে দেখা গেছে, বিশালাকৃতির প্যান্ডেলে শত শত মানুষ সারি দিয়ে বসেছেন। নারী ও শিশুরা বসে খাচ্ছেন আর একদল পুরুষ তাদের খাবার বিতরণ করছেন।

এই সমাগম এমন এক সময়ে করা হয়েছে যখন ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে আক্রান্ত বাড়তে থাকায় ভারতে নিষিদ্ধ রয়েছে বড় ধরণের জমায়েত।

ওই ঘটনায় করোনাবিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও অনেক গ্রামবাসী হয়রানির আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন।

সোমবার মধ্য প্রদেশে নতুন করে একদিনে দুই হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইন্দোর, ভুপাল, গোয়ালিয়র, জবলপুর এবং সাগার জেলায় শনাক্তের সংখ্যা তিন অঙ্ক ছাড়িয়ে গেছে।

সূত্র: এনডিটিভি