বোম্বে হাইকোর্টে বিচারপতির চেম্বার থেকে সাপ উদ্ধার

ভারতের বোম্বে হাইকোর্টে এক বিচারপতির চেম্বার থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সাপটি উদ্ধার করা হয়। তবে এটি বিষধর ছিল কিনা তা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে আদালত প্রাঙ্গনে স্বাভাবিকের তুলনায় মানুষের পদচারনা কম। বেশিরভাগ মামলার শুনানি ভার্চুয়ালি হচ্ছে। অল্প কিছু ক্ষেত্রে শারীরিক উপস্থিতির প্রয়োজন পড়ে।

ছবিতে দেখা গেছে, একজন উদ্ধারকারী সাপটি তার হাতে ধরে আছেন চেম্বারের বাইরে। সেখানে আদালতের কর্মীসহ অনেকেই জড়ো হয়েছেন। বেশিরভাগই ছবি তুলতে ব্যস্ত।

মহারাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে বোম্বে হাইকোর্ট ভার্চুয়াল শুনানি শুরু করে মাসের শুরু থেকে। তবে আইনজীবীদের সশরীরে হাজির হয়ে যুক্তি তুলে ধরার সুযোগ রয়েছে।