নেতাজির স্বপ্নের ভারত কবে হবে: প্রশ্ন মোদির

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন তুলে বলেন, ‌‘আজীবন যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখে গিয়েছিলেন নেতাজি সুভাষ, স্বাধীনতার ৭৫ তম বর্ষে দাঁড়িয়ে তার কতটা পূরণ হয়েছে?’

এদিন মোদি বলেন, ‘নেতাজির স্বপ্নের স্বাধীন ভারত এখনও গড়ে উঠেনি। আমরাই তা গড়বো। স্বাধীনতার ১০০ বছর পূর্তির আগেই নতুন ভারতের উদয় হবে, যা বিশ্বের দরবার সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, নেতাজিই দেশবাসীকে উপলব্ধি করিয়েছিলেন, স্বাধীনতা ভিক্ষা নয়, স্বাধীনতা অর্জন করার। মাথা উঁচু করে তা ছিনিয়ে নিতে হবে। পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যে ভারতকে লক্ষ্য পূরণ থেকে বিচ্যুত করতে পারবে। এখন আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। আমরাই পারবো নেতাজির স্বপ্নের স্বাধীন ভারত গড়তে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

দেশনায়কের ১২৫ তম জন্মবর্ষ স্মরণীয় করে রাখতে কী কী পদক্ষেপ নিয়েছে মোদি সরকার তাও উল্লেখ করেন মোদি।

তিনি বলেন, ‘নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হচ্ছে। আর সেই কাজ করতে পেরে আমরা ভাগ্যবান।’

প্রসঙ্গত নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একাধিক বার ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তার অভিযোগ, রাজ্যের হাতে এই সংক্রান্ত যা যা তথ্য ছিল, তার সবটাই ডি-ক্লাসিফাই করা হয়েছে। এখন কেন্দ্র কেন সমস্ত ফাইল প্রকাশ্যে আনছে না? এদিন দৃশ্যত ইন্ডিয়া গেটের অনুষ্ঠান থেকে সেই প্রশ্নেরও জবাব দিলেন মোদি।

এদিনের অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন অমিত শাহ। তার ভাষায়, ‘এই যে নেতাজির ১২৫ তম জন্মবর্ষে এই মূর্তি স্থাপিত হচ্ছে, এটা শুধু গ্রানাইটের মূর্তিই নয়, এটা দেশের একজন প্রবাদপ্রতিম পুরুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক। নেতাজি দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। আমরা তার প্রতি শ্রদ্ধায় নত হই, অনুপ্রাণিত হই।‌‌’