বিদেশি যাত্রীদের সাত দিনের কোয়ারেন্টিন বাতিল করলো ভারত

বিদেশি ভ্রমণকারীদের ওপর সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এর আগে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে এই বিধিনিষেধ জারি করা হয়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিরা ভারতে ঢোকার পর সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এই নির্দেশনা কার্যকর হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। তবে ভারতে প্রবেশের পর ১৪ দিনের সেল্ফ মনিটরিং-এ থাকতে হবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হবে। এর পরিবর্তে করোনার দুই ডোজ টিকা নেওয়ার সনদও আপলোড করা যেতে পারে। ভ্যাকসিন নেওয়া থাকলে আরটিপিসিআর রিপোর্ট ছাড়াই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। এছাড়া সাম্প্রতিক ভ্রমণের ইতিহাসও উল্লেখ করতে হবে।

নতুন নিয়ম বিশ্বের ৭২টি দেশের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ভারতীয় সরকার। এর মধ্যে কানাডা, হংকং, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কাতার, অস্ট্রেলিয়াও রয়েছে।