কপালে থাকলে ঠেকায় কে!

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায় ২৬.১১ ক্যারেটের একটি হীরা খুঁজে পাওয়া গেছে। ছোট আকারের ইট ভাটার এক ব্যবসায়ী অগভীর একটি খনিতে এটি খুঁজে পেয়েছেন। মঙ্গলবার পান্নার হীরা কর্মকর্তা রবি প্যাটেল জানিয়েছেন, মূল্যবান এই পাথরটির মূল্য নিলামে এক কোটি ২০ লাখ রুপি উঠতে পারে।

পান্না শহরের কিশোরিগঞ্জ এলাকার বাসিন্দা সুশীল শুকলা এবং তার সহযোগীরা সোমবার হীরাটি খুঁজে পান। ওই কর্মকর্তা জানান, কৃষ্ণা কল্যানপুর এলাকার কাছের একটি খনিতে এটি পাওয়া যায়।

ওই কর্মকর্তা জানান, কয়েক দিনের মধ্যেই এই রত্ন পাথরটি নিলামে তোলা হবে। আর বিক্রির পর সরকারের রয়্যালিটি ও শুল্ক কেটে রেখে বাকি অর্থ যারা পেয়েছেন তাদের দিয়ে দেওয়া হবে।

ভাড়া করা জমিতে ছোট আকারের ইট ভাটার ব্যবসা চালান সুশীল শুকলা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এবং তার পরিবার গত ২০ বছর ধরে খনি কাজে যুক্ত। কিন্তু এবারই প্রথম তিনি কোনও বড় রত্ন পেয়েছেন।

সুশীল শুকলা জানান যে অগভীর খনিতে হীরাটি পাওয়া গেছে সেটি আরও পাঁচ সহযোগীর সঙ্গে লিজ নিয়েছেন তারা। ১ কোটি ২০ লাখ রুপিতে হীরাটি বিক্রির আশা প্রকাশ করে শুকলা বলেন, 'হীরা বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যবহার করে আমি ব্যবসা দাঁড় করাবো।'

মধ্য প্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত পান্না জেলা। কর্মকর্তাদের ধারণা এই জেলায় প্রায় ১২ লাখ ক্যারেট হীরা মজুত রয়েছে।

সূত্র: এনডিটিভি