উত্তর প্রদেশে আবারও যোগী

৩৭ বছর পর উত্তর প্রদেশে পরপর দু’বার ক্ষমতায় বসতে যাচ্ছে সরকারের শাসক দল। ৫ বছর ক্ষমতার থাকার পর প্রথমবার ফের নির্বাচিত হয়ে মসনদে বসছেন আলোচিত সমালোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় সবশেষ ২৬৬টি আসন পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফলে জয় অনেকটা নিশ্চিত বিজেপির। অনেকটা পিছিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। উত্তর প্রদেশের ৪০৩ বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৬৬টি। অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে ১৩২টি। তবে গতবারের তুলনায় বিজেপি প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে পারেনি।

এদিকে উত্তরপ্রদেশে কংগ্রেস পেয়েছে দুটি আসন এবং বহুজন সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র একটি আসন। এর মধ্যে দিয়ে গোটা রাজ্যে এখন শুধু চলছে গেরুয়া শিবিরের বিজয় উৎসব। প্রাথমিক ফলাফলে খবরে ইতোমধ্যে উত্তর প্রদেশে বিজয় উৎসব শুরু হয়েছে। 

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। পার্লামেন্টের ৮০ আসন থাকা রাজ্যটিতে ক্ষমতা ধরে রাখা কেন্দ্রে সরকার গঠনের জন্য উত্তর প্রদেশের বিজয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। রাজ্যটির ৪০৩ বিধানসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলে বিগত তিন দশকের মধ্যে প্রথম দল হিসেবে রাজ্যটিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় বসবে বিজেপি।