গুজরাটে ১,৪৩৯ কোটি রুপির হেরোইন জব্দ

ভারতের গুজরাটে ২০৫.৬ কেজি হেরোইন জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। কান্দলা বন্দরের কাছে একটি কনটেইনার থেকে এগুলো জব্দ করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ হাজার ৪৩৯ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানান, গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইরান থেকে কান্দলা বন্দরে পৌঁছানো ১৭টি কনটেইনারের একটিতে এসব মাদকদ্রব্য পাওয়া গেছে।

এর আগে ২১ এপ্রিল গুজরাতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) জানায়, তাদের এক সঙ্গে যৌথ অভিযানে ডিআরআই ২০০ কেজির বেশি হেরোইন জব্দ করেছে। এগুলোর আনুমানিক মূল্য ১ হাজার ৩০০ কোটি রুপি। ওই অভিযানেও কান্দলা বন্দরের কাছে একটি কনটেইনারে মাদকদ্রব্য পাওয়া যায়।

সোমবার ডিআরআই জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস-এর সঙ্গে যৌথ অভিযানে ডিআরআই কর্মকর্তারা চালান জব্দ করেছেন। উত্তরাখণ্ডভিত্তিক একটি সংস্থা এগুলো আমদানি করেছে।

ডিআরআই বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত ২০৫.৬ কেজি হেরোইন জব্দ করা হয়েছে, এগুলোর মূল্য হতে পারে ১ হাজার ৪৩৯ কোটি রুপি।