৭২ বছরে দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, নাভিশ্বাস চরমে

গ্রীষ্মের শুরুতেই মারাত্মক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দিল্লিসহ ভারতের অনেক জায়গা দিয়ে। এরমধ্যে এপ্রিলকে গত ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করেছে দিল্লি। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এপ্রিলে রাজধানী দিল্লিতে গড়ে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ২০১০ সালে দিল্লিতে গড় মাসিক তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। গরমে জনজীবনে ভোগান্তি চরমে। সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিং।

২৮ ও ২৯ এপ্রিল তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। দুদিনই তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রির কাছাকাছি ছিল। বাতাসে আর্দ্রতাও ছিল বেশি। ১৯৪১ সালের ২৯ এপ্রিলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। অসহনীয় তাপমাত্রার কারণে বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার এপ্রিল থেকে জুলাই অবধি প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন গ্যালন পানির নিরবচ্ছিন্ন সরবরাহ ঘোষণা করেছেন।

দিল্লিতে অবশ্য আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি এবং শুক্র ও রবিবার ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ধুলো ঝড়ের পূর্বাভাস রয়েছে।

এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলে আরও দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। মানুষকে বেশি করে বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।