বিজেপির যুবনেতার রহস্যজনক মৃত্যুকে ঘিরে কলকাতায় উত্তেজনা

বিজেপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে তোলপাড় উত্তর কলকতার কাশীপুরে। সাড়ে ৫ ঘণ্টা পর বিজেপি যুবনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। ময়না তদন্তের জন্য মৃতদেহ নেওয়া হয়েছে হাসপাতালে। তার বাড়িতে যাওয়ার কথা রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শাহের রাজ্য সফরের মধ্যেই কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম। কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত ঘরে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সকালে চিৎপুর থানার পুলিশকে মৃতদেহ সরাতে বাধা দেয় স্থানীয়রা।

এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে বিজেপি। দলীয় নেতার রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যে সফরে থাকা অমিত শাহ। কোচ বিহার থেকে ফিরে মৃত যুবনেতার বাড়িতে যাওয়ার কথা রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর।

খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পুলিশ নিয়ে রেল কলোনির পরিত্যক্ত ঘরে ঢোকেন অতীন ঘোষ। তৃণমূলের লোকজনই যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ বিজেপির।

তবে মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। মৃত অর্জুন চৌরাসিয়া তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি স্থানীয় বিধায়ক অতীন ঘোষের। ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, ‘মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে। নির্বাচনের সময় ও আমাদের হয়ে কাজ করেছিল’।

মৃত অর্জুন চৌরাসিয়া কাশীপুর-বেলগাছিয়া বিজেপি যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি ছিলেন বলে দাবি পদ্ম শিবিরের। তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার পর বাড়ি থেকে বের হন বেসরকারি একটি সংস্থায় কর্মরত অর্জুন। গতকালই তিনি বেতন পান। রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।

সাবেক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অভিজিৎ সরকারের পর আরও এক বিজেপ নেতা খুন। অর্জুনকে খুন করেছে তৃণমূল। নিরপেক্ষভাবে তদন্ত করা হোক’।