সন্তান নাও নয়তো ৫ কোটি রুপি দাও, ছেলে-বউমা’র বিরুদ্ধে মামলা

সন্তান না নেওয়ায় ছেলে ও বউমা’র বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করলেন ভারতের এক দম্পতি। এক বছরের মধ্যে নাতি-নাতনির মুখ দেখাতে হবে, নয়তো জরিমানা গুনতে হবে। এ নিয়ে আদালতে মামলাও করলেন তারা। এমনই ঘটনা ঘটেছে ভারতে।

সঞ্জীব ও সাধনা প্রসাদ বলেন, 'ছেলেকে বড় করে পাইলট করেছেন। পড়াশোনা থেকে শুরু করে সন্তানের বিয়েতে বিপুল অর্থ ব্যয় করে প্রায় নিঃস্ব'।

এখন প্রতিদান চাচ্ছেন মামলাকারী দম্পতি। তাদের দাবি, যদি নাতি-নাতনির মুখ দেখতে না পান, তবে তাদের প্রায় পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। 

মামলাকারী সঞ্জীব রঞ্জন প্রসাদ বলেন, ‘২০১৬ সালে ছেলের বিয়ে দিয়েছি। আমরা নাতি-নাতনির মুখ দেখতে চেয়েছি অনেকবার। এতে আমাদের ভালো সময় কাটবে। কষ্ট কিছুটা হলেও কমবে।

মামলাকারীর আইনজীবী জানান, এখন অবসর গ্রহণ করেছেন সঞ্জীব রঞ্জন প্রসাদ। ছেলে শ্রেয় সাগর বর্তমানে একটি বিমান সংস্থায় কাজ করেন। বিয়ের পর প্রায় বছর ছয়েক পার হয়ে গেলেও সন্তান নিতে চাইছেন না শ্রেয় ও শুভাঙ্গী। এর জেরে সঞ্জীব রঞ্জন ও তার স্ত্রী একাকিত্বে ভুগছেন। ছেলের জন্য যাবতীয় সঞ্চয় খরচ করার পর এখন এই বৃদ্ধ বয়সে তাদের মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

পিটিশনটি শুনানির জন্য আগামী ১৭ মে আদালতে উঠবে বলে জানা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আল জাজিরা