চলমান সংঘাত নিরসনে ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদেশের শীর্ষ কর্মকর্তারা । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের সঙ্গে তার সমপর্যায়ের ভারতীয় সেনা কর্মকর্তার বিকালে ফোনে আলাপ হয়েছে। দুপক্ষই সবরকম হামলা বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে জল, স্থল ও আকাশপথে সমস্ত হামলা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হয়।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান উভয়েই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।
তিনি বলেছেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে। তবে সে জন্য আমরা নিজেদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার সঙ্গে আপস করব না।
কিছুক্ষণ আগে যুদ্ধবিরতি কথা প্রথম বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে।
গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। ওই হামলার জের ধরে ৮ মে শুরু হয় পাকিস্তানে ভারতের সামরিক অভিযান- অপারেশন সিনদুর।
হামলার খবর পেতেই ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তান সংঘাতের বিষয়টি লজ্জাজনক।
আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার জন্য দুদেশের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল বলেছিলেন, ভারত-পাকিস্তানের সংঘাতের মাঝে তারা পড়তে চায় না। এটা তাদের সমস্যা নয়। তারা সর্বোচ্চ দুদেশকে আলোচনায় বসার আহ্বান জানাতে পারে।