ভারতের সঙ্গে চলমান সংঘাতে পাকিস্তান যথেষ্ট সংযম প্রদর্শন করেছে বলে দাবি করেছেন দেশটির মন্ত্রিপরিষদ সদস্য বিলাল আজহার কায়ানি। শনিবার (১০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তিনি বলেছেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার নিয়ে ভারতের কোনও সংশয় নেই বলেই তিনি মনে করেন।
বিশ্বের মুষ্টিমেয় পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে পাকিস্তান ও ভারতও রয়েছে। তাদের চলমান সংকটে পারমাণবিক হামলার সম্ভাবনা এখনও দেখা না গেলেও, এই নিয়ে একটি চাপা আতঙ্ক পুরো দক্ষিণ এশিয়ায় বিরাজ করছে।
পাকিস্তান আপাতত পারমাণবিক হামলার কথা ভাবছে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পরমাণু অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধানে থাকা ন্যাশনাল কমান্ড অথরিটির কোনও বৈঠকের খবরও নাকচ করে দিয়েছেন তিনি।
পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে কায়ানি বলেছেন, এটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তবে এ রকম কোনও কিছু এখনও আমার কানে আসেনি। মনে রাখতে হবে, জাতি হিসেবে আমরা খুবই দায়িত্বশীল।