শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা

চাকরি গেলো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি গেলো। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, চাকরি থেকে বরখাস্ত করা হোক মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। দুটো কিস্তিতে এতদিন পাওয়া সব বেতন ফেরত দিতেও নির্দেশ দেয় হাইকোর্ট। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ ছিলই রাজ্যে। সরাসরি অভিযোগ উঠেছিল খোদ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দিকেই। পার্সোনালিটি টেস্টে না বসেও এবং মেধাতালিকায় নাম না থেকেও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাতের মধ্যে জেরা করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্যও সুপারিশ করেন বিচারপতি।

এদিকে, মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে মেয়েকে নিয়ে রওনা দিয়েছিলেন মন্ত্রী পরেশ। কিন্তু সকালে শিয়ালদা স্টেশনে পদাতিক এক্সপ্রেস পৌঁছালেও সেই ট্রেনে ছিলেন না পরেশ অধিকারী বা তার মেয়ে অঙ্কিতা। তারা হাজিরাও দেননি।