লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৭

ভারতের লাদাখে সড়ক দুর্ঘটনায় ৭ সেনা নিহত হয়েছেন। লাদাখের সায়ক নদীতে ভারতীয় সেনার গাড়ি পড়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এসেছে, লাদাখের তুরতুক সেক্টরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের বিমান করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (২৭ মে) সকাল ৯টা নাগাদ ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টর হানিফের দিকে রওনা হয়। থোয়াইসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনার গাড়িটি সড়ক থেকে ছিটকে ৫০-৬০ ফুট নিচে সায়ক নদীতে পড়ে যায়।

খবর পেয়েই আহত জওয়ানকে উদ্ধার করে পারতাপুরের হাসপাতালে নেওয়া হয়েছে। লেহ থেকে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক দলও পাঠানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘আহতদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনায় সেনা নিহতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।