মহারাষ্ট্রে আবারও চোখ রাঙাচ্ছে করোনা

ভারতের মহারাষ্ট্রে আবারও বাড়ছে করোনাভাইরাসে শনাক্তের হার। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার নতুন করে কোভিডে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৭ জন। মারা গেছেন একজন। নতুন করে সংক্রমণ বাড়ায় আতঙ্ক বাড়ছে জনমনে। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মহারাষ্ট্রে এর আগের দিন করোনাভাইরাসে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৩৪ জন। এ নিয়ে টানা তৃতীয় দিন রাজ্যে শনাক্ত এক হাজারের বেশি।

পুনে, থানে, রায়গড়, পালঘরসহ মুম্বাইয়ে কোভিড পজিটিভিটি হার এবং সক্রিয় রোগীর সংখ্যা রেকর্ড হারে বাড়ছে।

প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র সরকার শনিবার এক ঘোষণায় জানিয়েছে, জনসমাগম স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক। ট্রেন, বাস, সিনেমা হল, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ, স্কুলের মতো ভিড়ে ঠাসা এলাকাগুলোয় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 

মহরাষ্ট্রের করোনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার।