চার মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত

চার মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের তথ্য অনুসারে, ২৪ ঘন্টায় নতুন করে ১৭ হাজার ৩৩৬ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভারতে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে  ৩০ শতাংশ বেশি।

গত ২৪ ঘন্টায় কোভিড-সংক্রান্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন প্রাণ হারিয়েছে।

ভারতে এখন অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। যা মোট আক্রান্তের ০.১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এতে করে নিরাময়ের হার ৯৮.৬০ শতাংশে পৌঁছেছে।

শুক্রবার সর্বোচ্চ আক্রান্ত হওয়া পাঁচটি রাজ্যের মধ্যে মহারাষ্ট্র (৫,২১৮), কেরালা (৩,৮৯০), দিল্লি (১,৯৩৪), তামিল নাড়ু (১,০৬৩) এবং হারিয়ানা (৮৭২)।

গতকালের তুলনায় দিল্লিতে শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার রাজ্যটিতে শনাক্ত হয়েছিলেন ৯২৬ জন। ৪ ফেব্রুয়ারির পর এটিই শহরটিতে সর্বোচ্চ শনাক্ত।

সংক্রমণ বাড়ার ফলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাঙ্কুশ মান্ডাভিয়া বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নজরদারি জোরদার করতে এবং সম্ভাব্য মিউটেশন শনাক্তের জন্য জিনোম সিকোয়েন্স করার জন্য।