পি কে হালদারদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিলো ইডি

পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া বাংলাদেশে শতকোটি টাকা প্রতারণা মামলার অন্যতম আসামি প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ৬ জন এবং তার দুই সংস্থার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌।

মঙ্গলবার (১২ জুলাই) কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়।

উল্লেখ্য, গত ১২ মে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রশান্ত কুমার হালদার ওরফে প্রশান্ত হালদার ওরফে শিব শঙ্কর হালদার এবং তার ৫ সঙ্গীকে গ্রেফতার করে ইডি। তাদের দফায় দফায় জেরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ভারতে পি কের ৩০০ কোটি রুপির সম্পত্তি, ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায়।

এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩ প্রিভেনশন অফ মনিলন্ডারিং অ্যাক্টে প্রশান্ত কুমার হালদারসহ ৬ জন, পি কে’র দুই সংস্থার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে চার্জশিট জমা দিয়েছে।