এক সিরিঞ্জে টিকা পেলো ৩০ ভারতীয় শিক্ষার্থী

ভারতের মধ্যপ্রদেশে ত্রিশজন শিক্ষার্থীকে একটি সিরিজ দিয়ে টিকা দেওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রাজ্যটির সাগর জেলার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। স্কুলটিতে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, কোভিড-১৯ টিকা প্রদানের সময় একটি সুঁই, একটি সিরিঞ্জ কেবল একবার ব্যবহার করা যাবে।

এইচআইভির মতো প্রাণঘাতী রোগের বিস্তার ঠেকাতে ভারতে একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জের ব্যবহার করা হয়। তবে অতীতে হাসপাতালে সরঞ্জাম ঘাটতির কারণে এমন সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের বেশ কয়েকটি ঘটনার খবর প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থীদের টিকাদানকারী জিতেন্দ্র রায় দাবি করেছেন, স্বাস্থ্য অধিদফতর তাকে মাত্র একটি সিরিঞ্জ সরবরাহ করেছে এবং তিনি শুধু নির্দেশ পালন করেছেন।

টিকাদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে থাকা কয়েকজন অভিভাবক বিষয়টি খেয়াল করেন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

রাজ্যের কর্মকর্তারা স্কুলে পৌঁছানোর পর জিতেন্দ্র রায়কে খোঁজে পাওয়া যায়নি এবং তার ফোনের সুইচ ছিল বন্ধ। তার বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। এছাড়া টিকার সরঞ্জাম বিতরণে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয়েছে।