কলকাতায় বিজেপির বিক্ষোভ, আটক রাজ্য সভাপতি সুকান্ত

কলকাতার হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শনিবার রাজপথে নামে বিজেপি। কর্মসূচিতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সেখান থেকে তাকে আটক করা হয়।

এদিন হাজরায় একটি গাড়ি থেকে পোস্টার বের করে সরব হন সুকান্ত। সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতায় স্লোগান লেখা ছিল বলে দাবি বিজেপির। আর সে কারণেই পুলিশ পোস্টার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে। আবারও গাড়ি থেকে একটি পোস্টার বের করে সুকান্ত বিক্ষোভ দেখাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ তাকে হেফজাতে নেয়।

এদিন হাজরা মোড় ও সংলগ্ন এলাকায় পোস্টারিংয়ের কর্মসূচি ছিল তাদের। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তিনি। গাড়ির দরজা খুলে উঠে দাঁড়িয়ে পোস্টার দেখাতে থাকেন সুকান্ত। সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘এভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে’।