এবার বিজেপি, সিপিএম, কংগ্রেসের ১৭ নেতার বিরুদ্ধে মামলা

পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে অস্বাভাবিক হারে সম্পত্তি বৃদ্ধির মামলা দায়ের করা হয়েছে। এই জনস্বার্থ মামলা এই মুহূর্তে বিরোধীদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। এরমধ্যে নতুন একটি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর পর এবার বিজেপি, কংগ্রেস ও সিপিএম মিলিয়ে ১৭ জনের বিরুদ্ধে দায়ের হলো মামলা।

এই ১৭ জনের মধ্যে রয়েছে তৃণমূলের টিকিটে জেতা দুই সাংসদের নামও। তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মিহির গোস্বামীর মতো বিজেপি নেতার নাম। রয়েছে কংগ্রেস নেতা আব্দুল মান্নানেরও। নাম রয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও।

কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন জনৈক সুজিত গুপ্ত। আদালতে মামলাকারী জানান, ১৭ জন বিজেপির বিধায়ক, সাংসদ এবং অন্যান্য দলের নেতার আয় ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে এই মামলা।

মামলাকারীর দাবি, এর মধ্যে বিজেপি নেতাদের কারও কারও দ্বিগুণ আয় বেড়েছে। মামলার তালিকায় নাম রয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের।

তালিকায় নাম রয়েছে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ, কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। এছাড়া রয়েছে বিজেপি নেতা শীলভদ্র দত্ত, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, অনুপম হাজরা, জিতেন্দ্র তিওয়ারি, বিশ্বজিৎ সিনহা (রাহুল সিনহা), সিপিএমের সাবেক বিধায়ক তন্ময় ভট্টাচার্যর নাম।

জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।