এনডিটিভির শেয়ার কিনছেন গৌতম আদানি

ভারতীয় সংবাদ সম্প্রচারমাধ্যম নিউ দিল্লি টেলিভিশন কিনে নিতে চলেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানি। এনডিটিভি নামে পরিচিতি এই সম্প্রচারমাধ্যমটির বেশিরভাগ শেয়ার কিনতে চাইছেন তিনি। প্রথম ধাপে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার পরোক্ষভাবে অধিগ্রহণ করেছে আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল)। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এনডিটিভি বলেছে,  কোম্পানির প্রতিষ্ঠাতা রাধিকা রায় এবং প্রণয় রায়ের সঙ্গে কোনও আলোচনা এবং সম্মতি ছাড়াই এসব শেয়ার কিনে নেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানি। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত আট বছরে আদানির সম্পদ বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে ভারতের সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে পরিচিত এনডিটিভির নিয়ন্ত্রণ নিতে চলেছেন তিনি।

আদানির মালিকাধীন কোম্পানি এএমএনএল জানিয়েছে, এনডিটিভির আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রক্রিয়া শুরু করেছে তারা। এটি সফল হলে কোম্পানিটির বেশিরভাগ শেয়ার চলে যাবে তাদের নিয়ন্ত্রণে।

এএমএনএল এর প্রধান নির্বাহী সঞ্জয় পুগালিয়া বলেন, নতুন যুগের মিডিয়ার প্ল্যাটফর্ম পথ প্রশস্ত করার লক্ষ্যে এএমএনএল এর যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক এই চুক্তি। তিনি আরও বলেন, ‘এএমএনএল তথ্য ও জ্ঞান দিয়ে ভারতীয় নাগরিক, ভোক্তা এবং ভারতের বিষয়ে আগ্রহীদের ক্ষমতায়ন করতে চায়।  সংবাদে এর শীর্ষস্থানীয় অবস্থান, নানা জনগোষ্ঠী এবং ভৌগোলিক দূরত্ব জুড়ে এর শক্তিশালী এবং বৈচিত্র্যময় যোগাযোগের সঙ্গে এনডিটিভি আমাদের দৃষ্টিভঙ্গি সরবরাহ করার জন্য সবচেয়ে উপযুক্ত সম্প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম’।

ওই চুক্তির প্রতিক্রিয়ায় এনডিটিভি বলেছে, তারা মঙ্গলবারই গৌতম আদানির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ‘এনডিটিভি কখনোই তাদেরর পরিচালনার প্রাণ সাংবাদিকতার সঙ্গে আপোষ করেনি। আমরা সেই সাংবাদিকতার সঙ্গে গৌরবের সঙ্গেই থাকবো।’ এই কোম্পানিটি তিনটি জাতীয় নিউজ চ্যানেল ও ওয়েবসাইট পরিচালনা করে থাকে।

এনডিটিভির প্রতিক্রিয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি আদানি গ্রুপ। ব্লুমবার্গ বিলিওনার ইনডেক্স অনুযায়ী আদানির মোট সম্পদের পরিমাণ ১৩৫ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ নিয়ে তিনি এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি।

সূত্র: বিবিসি