আসামে রামদা হাতে ভাইরাল হওয়া শিক্ষক বরখাস্ত

আসামের কাছাড় জেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, তিনি রামদা হাতে স্কুলের বারান্দায় হাঁটছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

স্কুলের বারন্দায় রামদা হাতে ভাইরাল হওয়া শিক্ষকের নাম ধৃতিমেধা দাস (৩৮)। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ও শিক্ষা অধিদফতর পদক্ষেপ নেয়।

কাছাড়ের শিলচর জেলার তারাপুর এলাকার বাসিন্দা দাস। ১১ বছর ধরে তিনি রাধামাধব বুনিয়াদি স্কুলে স্কুলে শিক্ষকতা করছেন।

শনিবার পুলিশ ফোনে স্কুল থেকে একটি অভিযোগ পায়। ফোন পাওয়ার পর তারা দ্রুত স্কুলে রামদা হাতে শিক্ষকের খোঁজ শুরু করে।

পুলিশ সূত্র জানিয়েছে, বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক দাবি করেছেন স্কুলের অপর শিক্ষকদের অনিয়মের কারণে তিনি ক্ষুব্ধ ও হতাশ ছিলেন। রাম দা দেখিয়ে তিনি তাদেরকে সতর্ক করতে চেয়েছিলেন বলেও তার দাবি। 

তাকে বরখাস্ত করা হলেও আটক করা হয়নি কারণ অপর শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।