চীনের সঙ্গে সংঘর্ষের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

অবশেষে পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-ভি’-এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ভারত। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের বিতর্কিত সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নয়াদিল্লি। চীন-ভারত ১৯৬২ সালে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে লিপ্ত হয়। যেটিকে বেইজিং সম্পূর্ণরূপে নিজেদের দাবি করে এবং তিব্বতের অংশ হিসাবে বিবেচনা করে আসছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ভারতের ওড়িশার উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। 

অগ্নি সিরিজে সব থেকে এগিয়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অগ্নি ৫ অন্যতম। শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম এটি। ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে তার মধ্যে পাল্লার দিক থেকে অগ্নি ১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি ২ যেতে পারে ২০০০ কিমি। অগ্নি ৩ এবং অগ্নি ৪ ক্ষেপণাস্ত্র অন্তত ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম।