একই গ্রামে গুগল, সুপ্রিম কোর্ট, কফি, শাহরুখ ও অমিতাভ

সন্তানের জন্য নাম রাখা অভিভাবকদের জন্য সব সময় কঠিন কাজ। কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা এক্ষেত্রে একটি অভিনব প্রথা বেছে নিয়েছেন।

কর্ণাটকের বাদ্রাপুরের হাক্কি পিক্কি উপজাতি সম্প্রদায় সন্তানদের নামকরণে এক অদ্ভুত রীতির প্রচলন করেছে। ১৫ বছর আগে শুরু হওয়া এই রীতিতে তারা জনপ্রিয় ব্যক্তি ও বস্তুর নামে রাখছেন সন্তানদের নাম।

তারা শিশুদের নাম রাখছেন, কফি, গুগল, ব্রিটিশ, অমিতাভ, অনিল কাপুর, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, গ্লুকোজ ও ইংলিশ।

বাদ যাচ্ছে না মাইশোর পাক, শাহরুখ, আমেরিকা, ওবামা, ওয়ান বাই টু, রণবীর, বাস ট্রেন, ডলার ও এলিজাবেথ।

অনেক মানুষের কাছে এমন নামকরণ অদ্ভুত লাগলেও হাক্কি পিক্কি সম্প্রদায়ের সন্তানরা নিজেদের নাম কখনও কৌতুক করে না। প্রতিটি শিশুর নামকরণের পেছনে থাকে একেকটি গল্প।

যেমন- মাইশোর পাক নামের সন্তানের অভিভাবকদের মিষ্টি খুব পছন্দ। তাই তারা নিজেদের সন্তানের এই নাম রেখেছেন।

বিদ্যালয়ে নিজেদের প্রথম দিনেই বন্ধু হয়ে গেছে কংগ্রেস ও জনতা।

এই সম্প্রদায়ের অনেকেরই এমন নামে পাসপোর্ট রয়েছে এবং প্রায় সময় তারা ভ্রমণ করেন। তারা ১৪টি উপভাষার মিশ্রণে কথা বলতে পারেন।

বিয়েতে বরপক্ষ যৌতুক দেয় কনে পক্ষকে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বিয়ের সময় দেওয়া যৌতুকের অর্ধেক ফেরত দিতে হয় নারীকে।

কান্নাডা ভাষায় হাক্কি পিক্কি অর্থ হলো ‘পাখি শিকারী’। এই সম্প্রদায়ের একটি সমৃদ্ধ ইতিহাস ও রাজপুত রাজা রানা প্রতাপের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল।

সূত্র: টাইমস নাউ নিউজ