বাংলাদেশ-ভারত স্থল বন্দর নির্মাণে রাধিকাপুরে শুরু হচ্ছে সড়ক সংস্কার

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোল থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের রাধিকাপুর পর্যন্ত মোট ১০.১ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৬ কোটি ৯৫ লাখ রুপির দরপত্র আহ্বান করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতরের মাধ্যমে এই দরপত্র আহ্বান করা হলো।

কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সাংবাদিকদের জানান, রাধিকাপুরের সঙ্গে কালিয়াগঞ্জের যোগাযোগের কারণে এবং দ্রুততার সঙ্গে যাতে রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ স্থল বন্দরের কাজ শুরু করা যায় তার জন্য তিনি বহু আগে থেকেই উদ্যোগ নিয়েছেন।

সৌমেন রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রাস্তার কাজ করা হচ্ছে।

রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে উদ্দেশ করে বলেন, উনি কালিয়াগঞ্জ ব্লকের জন্য কোনও কাজ করেননি। কালিয়াগঞ্জ শহরের জন্য রায়গঞ্জের সাংসদ হিসাবে যে কাজগুলো আমি করে চলেছি জোর করেই সেগুলোর অংশীদার তিনি হতে চাইছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সড়ক সংস্কারের কাজ কেন্দ্রের অর্থায়নে হচ্ছে রাধিকাপুরে স্থলবন্দর নির্মাণের জন্য।