তিন বছর পর খুললো মহদীপুর স্থলবন্দর, যাত্রী যাতায়াত শুরু

প্রায় তিন বছর বন্ধ থাকার পর খুললো ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে প্রবেশদ্বারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যাত্রী যাতায়াতের।

এদিন জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিক ও আমদানি-রফতানিকারকদের মধ্যে বৈঠকের পর পাসপোর্ট নিয়ে যাতায়াত করার জন্য যাত্রী সুবিধার্থে খোলা হয় স্থলবন্দর।

এসময় উপস্থিত ছিলেন—ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদহ জেলা অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের ইমপোর্টার আব্দুল ওয়াহাবসহ অন্যান্য আধিকারিক ও আমদানি-রফতানিকারকরা।

করোনা মহামারির সময় বন্ধ হয়েছিল মহদীপুর স্থলবন্দর। এর ফলে সমস্যায় পড়তেন দুই দেশের বহু মানুষ।

এদিন স্থলবন্দর খুলে দেওয়ায় খুশি দুই বাংলার মানুষ।