পিটিয়ে ট্যাক্সিতে তোলা হলেও কেউ বাঁচাতে আসেনি তরুণীকে

ভারতের রাজধানী দিল্লির ব্যস্ত এলাকা মঙ্গোলপুরি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই এলাকায় ঘটে এমন একটি ঘটনা যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিও-তে দেখা যায়, ব্যস্ত রাস্তার মাঝখানে একটি ট্যাক্সির সামনে এক যুবক মারধর করছেন এক তরুণীকে। পাশে দাঁড়িয়ে অন্য এক যুবক তা দেখছেন। পরে তরুণীকে ধাক্কা দিয়ে গাড়িয়ে উঠান মারধরকারী যুবক। তারপর নিজেও ওঠেন ওই গাড়িতে। ভেতরেও তরুণীকে পেটানো হয়। এক পর্যায়ে পাশে থাকা যুবকটিও গাড়িতে চড়ে বসেন। তারপর দ্রুত গতিতে ট্যাক্সিটিকে চালিয়ে নিয়ে যান চালক।  

দিল্লি পুলিশের আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার জানান, ভিডিও-টি তাদের নজরে এসেছে। শনিবার রাত থেকেই তদন্ত শুরু হয়েছে। হরিয়ানার গুরুগ্রামে ট্যাক্সির মালিকের নিবন্ধিত ঠিকানায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় গুরুগ্রামের আইএফএফসিও চকের আশেপাশে ট্যাক্সিটিকে শেষবার দেখা গিয়েছিল।

ট্যাক্সি এবং এটির চালককে খুঁজছে দিল্লি পুলিশ। তিন যাত্রী কোথায় নেমেছে তা খুঁজে বের করারও চেষ্টা চলছে।

পুলিশ জানায়, উবার অ্যাপের মাধ্যমে গাড়িটি রোহিণী থেকে বিকাশপুরী পর্যন্ত বুক করা হয়েছিল। পথে যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা শারীরিক হামলায় রূপ নেয়। সূত্র: এনডিটিভি