‘ভুল করে’ ৩ ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত

মহড়ার সময় ভুল করে তিনটি ক্ষেপণাস্ত্র ভুলবশত ছুড়লো ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (২৪ মার্চ) পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘ভুলবশত’ নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার টুডের প্রতিদবেদনে জানা গেছে, তিনটি ক্ষেপণাস্ত্রই পাল্লার বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের জমিতে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

নাচনার ডিএসপি কৈলাশ বিষ্ণোই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজাসার গ্রামের জমি থেকে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। দ্বিতীয়টি পাওয়া গেছে অন্য জায়গায়। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে জমিতে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট বরাতে ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, এ ঘটনায় বিস্তর তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তপক্ষ। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

গত বছরের আগস্টে প্রতিবেশী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ক্ষমা চায় ভারত। সেবারও ভুল করে ক্ষেপণাস্ত্র পাকিস্তানে পড়ে বলে দাবি করে মোদি সরকার। এ ঘটনায় কোনও হতাহত না হলেও দিল্লির ব্যাপক সমালোচনা করে ইসলামাবাদ। পুনরায় এ ধরনের ঘটনা এড়াতে সতর্ক করে দেওয়া হয়। ছবি: ইন্ডিয়া টুডে, ডন