খালিস্তানি আন্দোলন

পাঞ্জাবে ১৪ এপ্রিল পর্যন্ত পুলিশের ছুটি বাতিল

ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের একটি বৈঠককে কেন্দ্র করে রাজ্যের সব পুলিশের ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। পলাতক উগ্র শিখ প্রচারক অমৃতপাল সিং বাথিন্ডায় সমাবেশের ডাক দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। 

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদবের বরাতে সূত্রটি বলছে, ১৪ এপ্রিল পর্যন্ত সব গেজেটেড এবং নন-গেজেটেড অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আগে অনুমোদিত সব ছুটিও বাতিল করা হয়েছে।

এক সহযোগীকে ছাড়ানোর জন্য একটি থানা দখল করার পর থেকে গ্রেফতার এড়াচ্ছেন অমৃতপাল। কট্টরপন্থী এই শিখ প্রচারককে প্রায়শই সশস্ত্র সমর্থকদের সহায়তায করতে দেখা যায়। তিনি প্রকাশ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণার পাশাপাশি খালিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের বিষয়েও বিবৃতি দিয়েছেন।

 

 

গত মাসে দুটি ভিডিও বার্তায় অমৃতসরের অকাল তখত থেকে বাথিন্ডার দমদমা সাহিব পর্যন্ত একটি ধর্মীয় মিছিল বের করতে বলেছিলেন অমৃত সিং।  এ বিষয়ে শীর্ষ গুরুদ্বার সংস্থা শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) জানায়, শিখ পণ্ডিত এবং বুদ্ধিজীবীদের সঙ্গে পরামর্শ করার পর কেবল অকাল তখত প্রধানই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন।

এসজিপিসি’র সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এটা অমৃতপাল সিংয়ের ব্যক্তিগত ইচ্ছা। ‘সরবত খালসা’ ডাকা বা না ডাকা অকাল তখতের জথেদারের  এখতিয়ার। বর্তমান পরিস্থিতিতে কী করা দরকার তা জথেদার দেখবেন।’

‘সরবত খালসা’ জামাত সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালের ১৬ ফেব্রুয়ারি। সূত্র: এনডিটিভি