বিয়ে উদযাপনে গুলি ছুড়ে পলাতক ভারতীয় কনে!

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এমন এক নারীর খোঁজে রয়েছে, যিনি তার বিয়েতে বন্দুকের গুলি ছুড়েছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নববধূ তার স্বামীর পাশে বসে চার রাউন্ড গুলি ছুড়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিখোঁজ নারীর বিরুদ্ধে মামলা করেছে তারা।

উত্তর ভারতের কিছু রাজ্যে বিয়ে উদযাপনের সময় বন্দুকের গুলি ছোড়ার রেওয়াজ আছে। এসব ঘটনায় প্রায়ই আহত, এমনকি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনাও ঘটে।

ভারতীয় আইন অনুসারে, উদযাপনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে অন্যরা বিপদে পড়লে ওই  ব্যক্তির জেল, জরিমানা বা উভয়ই হতে পারে।

২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালত নির্দেশ দিয়েছিল যে পুলিশ অভিযোগ দায়ের করুক বা না করুক, উদযাপনের সময় গুলি চালানোর প্রতিটি ঘটনা তদন্ত করা উচিত।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ওই বিয়ের ভিডিওটি কনের এক আত্মীয় রেকর্ড করেন।ওই আত্মীয় এটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের আশঙ্কায় কনে পালিয়ে গেছেন।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, নবদম্পতি খেলনার বন্দুক হাতে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন।

সূত্র: বিবিসি