অপ্রতিরোধ্য বিজেপি

আটকানোর মরিয়া চেষ্টায় নীতিশ, তেজস্বীর সঙ্গে বৈঠক মমতার 

ভারতের লোকসভার সংখ্যা তত্ত্বের নিরিখে অপ্রতিরোধ্য বিজেপি। তাই তাকে সরানোর মরিয়া প্রচেষ্টা শুরু হয়ে গেলো কলকাতায়। সোমবার সবাইকে চমকে দিয়ে কলকাতায় পা রাখেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এয়ারপোর্ট থেকে তিনি সোজা চলে যান নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে। সঙ্গে ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বৈঠক শেষে উভয় পক্ষ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। কথায় বার্তায় হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন একাধিক আলোচনার বিষয় থাকলেও মুখ্য ছিল অপ্রতিরোধ্য বিজেপি-বিরোধী শক্তিকে জাগরিত করা। বৈঠক শেষে তিন হেভিওয়েট একত্রে সেই বার্তাই দিলেন।

যদিও নবান্নের এই বৈঠক নিষ্ফলা বলে দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের। লোকসভায় সংখ্যার বিচারে সব থেকে নির্ভরযোগ্য দল বিজেপি। সারা দেশে প্রায় ৩০০ বেশি আসন নিয়ে দিল্লির ক্ষমতায়। আর তার অন্যতম কাণ্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার নেতৃত্বে দেশে সুশাসন চলছে। তাই সাধারণ মানুষের আস্থায় ভরপুর এমন একটি দলকে কেন্দ্র থেকে সরানো সহজ কাজ নয়। বিরোধীরাও সব ক্ষেত্রেই পর্যুদস্ত হয়ে হাল ছেড়েছেন। কেউ আবার অস্তিত্ব সংকটে। এমন পরিস্থিতিতে দেশের অপ্রতিরোধ্য দল ভারতীয় জনতা পার্টি।

তবে বিহারের মুখ্যমন্ত্রী যথেষ্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। নীতিশ কুমার বলেন, আমাদের যে কথা হয়েছে, তা হলো সবাইকে আরও বেশি বেশি করে, সব দলকে এক হয়ে আগামী লোকসভার জন্য প্রস্তুত হতে হবে। সবাই একসঙ্গে বসে কথাবার্তা বলুক। কীভাবে পরবর্তী পথ এগোনো যায়, তা ঠিক হোক।

পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে নীতিশ বলেন, আমাদের দেশের যে পুরনো ইতিহাস, স্বাধীনতার লড়াই, সবকিছু সব প্রজন্মের জন্য থাকা উচিত। অথচ এরা ইতিহাস বদলে দেবে, কী করবে কে জানে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে সামনের বছরেই লোকসভা নির্বাচন। সেখানেও তৃতীয়বারের জন্য মোদি সরকারের প্রত্যাবর্তনের তোড়জোড় চলছে। কংগ্রেস নিজের হৃত গৌরব ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা অন্যান্য আঞ্চলিক দলের ওপরে ভরসা রাখলেও তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না, সেকথা আগেই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু সমস্যা হলো রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অনেকটাই শক্তি হারিয়েছে সব ক্ষেত্রেই।

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নীতিশজি সবার সঙ্গে কথা বলবেন। আমিও কথা বলছি। আমরা এক সঙ্গে চলব। আমার ব্যক্তিগত অহংকারের কোনও বিষয় নেই। আমরা সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে চাই। এটাই বার্তা।

অন্যদিকে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেছেন, গুন্ডাগিরি ও ভুয়ে প্রচারে মানুষকে বিভ্রান্ত করে গেরুয়া শিবির। তিনি বলেন, আমি চাই বিজেপি জিরো হয়ে যাক। কিছু না করেই অনেক বড় হিরো হয়ে গেছে। খালি মিথ্যা বলে, ভুয়া ভিডিও বানিয়ে, গুন্ডাগিরি করে। এমনটি চলতে পারে না।