জম্মু ও কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৫ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখার কাছে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, জুমাগুন্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। এ সময় সেখানে শুরু হয় বন্দুকযুদ্ধ।

কাশ্মিরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) বিজয় কুমার বলেন, ‘এনকাউন্টারে পাঁচ বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এলাকায় তল্লাশি চলছে।’

 

 

বৃহস্পতিবার সেনাবাহিনী পুঞ্চ সেক্টরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে। এ সময় জব্দ হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণ রেখাজুড়ে ১০টি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান কীভাবে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এসব ঘটনা তারই প্রমাণ।

সূত্র: এনডিটিভি