ভারতে ক্রেন ভেঙে ১৭ শ্রমিক নিহত

ভারতের মহারাষ্ট্রে এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন ৩ জন। পুলিশ জানিয়েছে, থানের শাহাপুরে একটি নির্মাণ সাইটে সোমবার গভীর রাতে ক্রেন ভেঙে চাপা পড়েন তারা।

দুর্ঘটনার আগে শ্রমিকরা একটি গ্রিডার লঞ্চিং মেশিন পরিচালনা করছিল। সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ চলার সময় ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে মারা যান। নিহতদের উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য জরুরি পরিষেবা।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মোদির টুইট বার্তা

রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের জনপ্রতি ৫০ হাজার করে দেওয়া হবে। ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি সমৃদ্ধির মহাসড়ক মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে হিসেবেও পরিচিত। সূত্র: এনডিটিভি