যাত্রাপথে পৃথিবী ও চাঁদের ছবি পাঠালো ভারতের আদিত্য-এল১

ভারতের মহাকাশযান মিশন আদিত্য-এল১ পৃথিবী এবং চাঁদের ছবি পাঠিয়েছে। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে (এল১) যাওয়ার পথে বৃহস্পতিবার ছবিগুলো তোলে আদিত্য-এল১।  

ছবিগুলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) টুইটারে শেয়ার করেছে। এসব ছবির মধ্যে রয়েছে একটি সেলফি।

মিশনটি ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে। এটি ১২৫ দিন পর এল১ পয়েন্টের কক্ষপথে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আগস্টের শেষের দিকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের এক অনন্য কীর্তি অর্জন করে ভারত।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, ‘আমাদের অন্যান্য চলমান প্রকল্পগুলোর মধ্যে মানুষবহনকারী একটি স্পেসফ্লাইট প্রোগ্রাম রয়েছে। ২০২৫ সালের মধ্যে এটি শুরুর লক্ষ্য রয়েছে আমাদের।’