বাংলাদেশ সীমান্তে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করলো বিএসএফ

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার সিতাইয়ের বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে আরও এক হাজারের বেশি শক্তিবর্ধক ক্যাপসুলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রবিবার রাতে দিনহাটার সিতাই সীমান্তের বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা খামার সিতাই সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে ফেনসিডিল ও ক্যাপসুলসহ আটক করে। এটি বিএসএফের একটি বড় সাফল্য বলে দাবি করা হয়েছে। 

সোমবার ওই ব্যক্তিকে সিতাই থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ওই ব্যক্তির নাম এনামুল মিয়া। তার বাড়ি সিতাই থানার অন্তর্গত সীমান্তের খামার সিতাই এলাকায়।

বিএসএফের কাছে খবর ছিল,  দীর্ঘদিন ধরে এনামুল পাচারের সঙ্গে যুক্ত। অভিযানে নেমে তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্যসহ তাকে আটক করা হয়। ৩৭০ বোতল ফেনসিডিল এবং ১১০৪ টি ট্যাবলেট উদ্ধার হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার রুপি।

সীমান্তে পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

সিতাই থানার পুলিশের এক কর্মকর্তা জানান, ফেনসিডিল এবং বেশ কিছু ক্যাপসুলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ক্যাপসুলের মূল্য কয়েক হাজার রুপি।