মহা ধুমধামে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন মোদি

ভারতের হিন্দু সম্প্রদায়ের বহুল প্রতীক্ষিত রাম মন্দিরের দরজা খুলেছে। মহা ধুমধামে উত্তর প্রদেশের অযোধ্যায় সোমবার (২২ জানুয়ারি) মন্দিরটি উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বহুল আলোচিত এই মন্দির স্থাপন রাজনৈতিক বলে সমালোচনা করছেন অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার পর এর স্থলে এই রামমন্দির নির্মিত হয়েছে। ১৯৯২ সালে দেশটির কট্টর হিন্দুত্ববাদী জনতা ঐতিহাসিক এই মসজিদটি গুঁড়িয়ে দিয়েছিল। এতে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। ওই সংঘাতে ২ হাজার মানুষ প্রাণ হারান। তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম।

১৫২৮ সালে অযোধ্যায় মসজিদটি নির্মাণ করেছিলেন মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি। পরবর্তীতে সেটি বাবরি মসজিদ নামে পরিচিতি লাভ করে।

প্রতিবেদনটিতে বলা হয়, অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ফুটেজে মোদিকে পুরোহিতদের সঙ্গে মন্দিরের ভেতর ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে দেখা গেছে। তবে এ অনুষ্ঠানে শুধু মন্দিরের নিচতলা খোলা হয়েছিল। বাকি কাঠামো নির্মাণ চলতি বছরের শেষ নাগাদ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

এ অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। অযোধ্যা পুলিশ জানিয়েছে, অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মহা ধুমধামে উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

অযোধ্যার অনুষ্ঠানে শীর্ষস্থানীয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকাসহ হাজার হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। তবে কিছু হিন্দু ধর্মাবলম্বী এবং বিরোধীদের অধিকাংশই এই অনুষ্ঠান বয়কট করেছেন। তাদের দাবি, এই মন্দিরকে পুঁজি করে মোদি রাজনৈতিক উদ্দেশ্য লাভের চেষ্টা করছেন।

আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোদির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা বলছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মন্দিরের নাম করে জনগণের কাছে ভোট চাইবে। কেননা, দেশটির জনসংখ্যার ৮০ শতাংশই হিন্দু।

মন্দিরটি নির্মাণ করতে এক হাজার ৮০০ কোটি রুপি ব্যয় হয়েছে। মন্দির ট্রাস্ট জানিয়েছে, এই ব্যয় ব্যক্তিগত অনুদান থেকে মেটানো হয়েছে।

মহা ধুমধামে উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: বিবিসি

২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যায় হিন্দুদের মন্দির নির্মাণের অনুমতি দেয়। এরপর ২০২০ সালে মন্দিরের নির্মাণকাজ শুরু হলে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। পরে মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পাশাপাশি একই শহরের আরেকটি এলাকায় মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য জায়গা দেওয়ার নির্দেশ দেয়।