কেজরিওয়ালের কাছে ‘বিধায়ক কেনা’র প্রস্তাবের পক্ষে প্রমাণ চাইলো পুলিশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তার অভিযোগের পক্ষে প্রমাণপত্র জমা দিতে বললো পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রীকে সোমবারের মধ্যে প্রমাণপত্র দাখিল করতে বলেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত মাসে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, তার দল আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের অর্থের বিনিময়ে কিনে নিতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তার দলের ৭ বিধায়ককে কিনতে প্রত্যেককে ২৫ কোটি রুপির টোপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।     

মুখ্যমন্ত্রীর এই দাবির বিরুদ্ধেই দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। দলটি জানিয়েছে, কেজরিওয়াল মিথ্যা অভিযোগ করেছেন। এবার তার সেই মিথ্যা ফাঁস করা হবে। 

ওই মামলার নোটিশ দিতেই শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু সেই সময় তার বাড়িতে উপস্থিত কেউই সেই নোটিশ গ্রহণ করেননি। পরে শনিবার সকালে আবারও তার বাসায় যায় পুলিশ। একই অভিযোগে মন্ত্রী অতীশিকেও নোটিশ দেওয়া হয়েছে।