লোকসভা নির্বাচন: এনডিএ’র সঙ্গে ‘ইন্ডিয়া’র হাড্ডাহাড্ডি লড়াই

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপগুলো বলেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে সর্বোচ্চ ১২৫ থেকে ১৬১ আসন। কিন্তু সেই হিসেব মিথ্যা প্রমাণ করলো ইন্ডিয়া। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরুর পর তিন ঘণ্টা পেরিয়ে গেছে। এরই মধ্যে দেখা গেছে, এনডিএর সঙ্গে ইন্ডিয়ার ব্যবধান মাত্র ৩১ আসনের। ভারতের সংবাদমাদ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভির ভোটের হিসেব।

এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট অনুযায়ী, এনডিএ এগিয়ে রয়েছে ২৯১ আসনে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এগিয়ে আছে ২৩০ আসনে। অন্য দলগুলো এগিয়ে আছে ২১ আসনে।

ইন্ডিয়া টুডের লাইভ আপডেট।

ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৬ আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে ২২৭ আসনে। অন্য দল এগিয়ে ২১ আসন।

গতবার এনডিএ পেয়েছিল ৩৫২ আসন। আর কংগ্রেস জোট পেয়েছিল ৯১ আসন।