ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি বিধানসভার ভোটার তালিকায় পাওয়া গেছে পাঁচ বাংলাদেশির নাম। যারা আগে ওই এলাকার বাসিন্দা ছিলেন, তবে ছিটমহল বিনিময়ের সময়ে বাংলাদেশে চলে যান। সম্প্রতি এই তালিকা প্রকাশ হওয়ার পর স্থানীয় রাজনীতিতে নানা রকম আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, কোচবিহারের শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলগ্রাম (আগে বাংলাদেশি ছিটমহল) এলাকার স্থায়ী বাসিন্দা মহাবুল হোসেন। তার আত্মীয় শফিকুলসহ এলাকার চার জন ব্যক্তি বিগত দিনে বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নল গ্রামে বসবাস করতেন। পরবর্তী সময়ে ছিটমহল বিনিময়ের সময়ে এই পাঁচ জন বাংলাদেশে চলে যান। বর্তমানে তারা বাংলাদেশেই বসবাস করছেন। কিন্তু এদের নাম রয়ে গেছে ভারতের ভোটার লিস্টে।
এই বিষয়ে নজরে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনাও। তবে মহাবুল ইসলাম বলেন, ‘নামগুলো ডিলিট করার ভাবনা ছিল। কিন্তু কোনও কারণে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি।’
এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কবির হোসেন বলেন, ‘শফিকুলরা এই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। সিট বিনিময়ের সময় তারা ওপারে চলে যান।’ বর্তমানে তারা বাংলাদেশের বাসিন্দা। তবে নামগুলো কেন রয়ে গিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
এ বিষয়ে স্থানীয় শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ বলেন, ‘এরকম বিষয় শুধু নল গ্রামে নয়, বিভিন্ন জায়গা আছে। বিষয়টি স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতিদের বলা হয়েছে দেখার জন্যে।’
যদিও এই বিষয়টিকে কটাক্ষ করেছেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস এভাবেই সরকারে এসেছেন। ভুয়া ভোট ছাপ্পা ধাপ্পা দিয়েই এই তৃণমূল সরকার তৈরি হয়েছে।’