জাপানে অ্যাবে-মোদি'র ঘরোয়া বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে অনানুষ্ঠানিক ঘরোয়া বৈঠক করেছেন। রবিবার তাদের মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

JAPAN-INDIA-1

নরেন্দ্র মোদির কার্যালয়ের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, ইয়ামানাশিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেন শিনজো অ্যাবের সঙ্গে। তারা সারাদিন ভারত-জাপান সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করবেন।

১৩ তম ভারত-জাপান সম্মেলনে যোগ দিতে শনিবার জাপানের ইয়ামানাশিতে পৌঁছান মোদি। ২৯ অক্টোবর (সোমবার) উভয় নেতা আনুষ্ঠানিক সম্মেলনে বসবেন।

রবিবার মোদিকে নিয়ে মধ্যাহ্ন ভোজ করবেন অ্যাবেন। মধ্যাহ্ন ভোজ শেষে তারা স্থানীয় একটি কারখানা পরিদর্শন করবেন। পরে তারা জাপানি প্রধানমন্ত্রীর অবকাশ যাপন কেন্দ্রে যাবেন।