জাপানে প্রবল বর্ষণ, লাখ লাখ মানুষকে নিরাপদে থাকার নির্দেশ

প্রবল বর্ষণের আশঙ্কায় জাপানের দক্ষিণপশ্চিমে সর্বোচ্চ ৫ নম্বর সতর্ক সংকেত জারি করেছে দেশটির সরকার। ভারী বৃষ্টির কারণে প্রাণহানি এড়াতে ২ লাখ ৪৫ হাজার বাসিন্দাকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার জাপানের সংবাদমাধ্যম জাপান টুডের খবরে বলা হয়েছে, সতর্কতায় কুমামোতো, হিতোয়েশি, মিয়াযাকি প্রদেশ ও এবিনোসহ আরও কয়েকটি জায়গা অন্তর্ভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নদী ও পাহাড় থেকে দূরে থাকতে বলা হয়। কাগোশিমা প্রশাসনিক এলাকা সড়ক ধসে ১০টি পরিবার আটকা পড়েছে। সেখানে প্রায় ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, এদিন ঘণ্টায় সাতসুমায় ৯৬ দশমিক ৫ মিলিমিটার এবং মিয়াজাকি প্রদেশে ৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা কাগগোসিমা অঞ্চলের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলেন। সম্প্রতি জাপানের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে কোথাও কোথাও নদী ভাঙন এবং পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে সিজুকা প্রদেশের আতমি শহরে ভয়াবহ ভূমি ধসে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন।