আসিয়ানের সঙ্গে বিস্তৃত সহযোগিতার অঙ্গীকার জাপানের

জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে আসিয়ানের সঙ্গে বিস্তৃত সহযোগিতার অঙ্গীকার করেছে জাপান। বুধবার আসিয়ান সম্মেলনে দেওয়া ভাষণে এমন অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড।

ভার্চুয়াল এই সম্মেলনের মিয়ানমার ছাড়া আসিয়ানের বাকি সবকটি দেশ অংশ নেয়।

সম্মেলনে একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল বাস্তবায়নের প্রচেষ্টা বলিষ্ঠভাবে এগিয়ে নেওয়ার তাগিদ দেন জাপানের প্রধানমন্ত্রী। এ ইস্যুতে আসিয়ান সদস্যদের সঙ্গে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

কিশিদা ফুমিও বলেন, টিকার মধ্য দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে আসিয়ানের চালানো যুদ্ধে সাহায্য করতে এবং নিম্ন তাপমাত্রার একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে আসিয়ানকে ২৮ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছে জাপান।