জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। কিছু কিছু এলাকায় এটি এতোটাই শক্তিশালী ছিল যে, মানুষের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে।

এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছে। এছাড়া রাজধানী টোকিওতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় তিন ফুটের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু এলাকায় ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে।

২০১১ সালের মার্চে জাপানের উত্তরাংশে ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানলে ওই অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়ে। ১১ বছর আগের ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই বিপর্যয়ের ১১ বছর পূর্তির আগে নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে।

সূত্র: বিবিসি, লস অ্যাঞ্জেলস টাইমস