জাপানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জাপানে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল ইশিকাওয়াতে কম্পনটি আঘাত হানে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইশিকাওয়া অঞ্চল। তবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

কর্তৃপক্ষের তরফে অবশ্য সম্ভাব্য ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকার জন্য লোকজনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত মার্চে জাপানের উত্তর-পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চার জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানের উত্তরাংশে ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলে অঞ্চলটি বিধ্বস্ত হয়ে পড়ে। ১১ বছর আগের ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।