শিনজো আবের নিরাপত্তায় ত্রুটি ছিল: স্থানীয় পুলিশ প্রধান

আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তায় ‘অনস্বীকার্য’ ত্রুটি ছিল। শনিবার পশ্চিমাঞ্চলীয় নারার স্থানীয় পুলিশ প্রধান একথা স্বীকার করেছেন। এই অঞ্চলেই শুক্রবার নির্বাচনি প্রচারণায় ভাষণ দেওয়ার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু বরণ করেন আবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জাপানে বন্দুক সহিংসতা বিরল এবং কঠোর অস্ত্র আইন থাকার কারণে স্থানীয় নির্বাচনি প্রচারের আয়োজনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই শিথিল থাকে। তবে জাপানে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আবের গুরুত্বের বিবেচনায় অনেকেই প্রশ্ন তুলছেন, তার নিরাপত্তা ব্যবস্থায় অনেক বেশি শিথিলতা ছিল।

নারা অঞ্চলের পুলিশ প্রধান টমোয়াকি ওনিজুকা শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী আবের নিরাপত্তা পদক্ষেপ ও পাহারায় অনস্বীকার্য সমস্যা ছিল বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, নিবিড় তদন্তে কী ঘটেছে তা তুলে আনাই এখন জরুরি।

আবের নিরাপত্তা পরিকল্পনায় ত্রুটির বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। তবে বলেছেন, তিনি দায়বোধ করছেন।

টমোয়াকি ওনিজুকা বলেন, আঞ্চলিক পুলিশ প্রধান হিসেবে অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষার জন্য আমি দায়ী। নিরাপত্তা কাঠামো ও পাহার পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ আমিই গ্রহণ করি।

আবেগে কেঁপে ওঠা কণ্ঠে তিনি আরও বলেন, ১৯৯৫ সালে পুলিশ কর্মকর্তা হওয়ার পর থেকে আমার চাকরিজীবন ২৭ বছরের বেশি। চাকরিরত অবস্থায় এর চেয়ে বড় অনুতাপের ও দুঃখের আর কিছু নেই।