কলম্বিয়ার রাজধানী বোগোতায় বিস্ফোরণ, আহত ৩০

কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক আকস্মিক বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রবিবার রাজধানী বোগোতার কাছের একটি ষাঁড়ের লড়াইয়ের মাঠে এ বিস্ফোরণ ঘটে বলে মেয়র অফিস থেকে জানানো হয়েছে।

বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশমেয়র অফিস জানায়, বিস্ফোরণ স্থানে প্রাণী অধিকার কর্মীরা একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। আহতেদের অধিকাংশই পুলিশ অফিসার, যারা এ সমাবেশ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

কলম্বিয়ায় ভ্রমণরত ব্রিটিশ নাগরিক গ্যারেথ লুইস বলেন, ‘আমি বিস্ফোরণস্থলের পাশেই লা মারাকানা হোটেলে ছিলাম। হঠাৎ করেই হোটেল রুমের সব গ্লাস প্রকট শব্দে ভেঙে পড়ে, আর ঘরের সর্বত্র কাচ ছিটকে আসে। এরপর কয়েকজন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছি।’

বোগোতার মেয়র এনরিক পেনালোসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিনি একটি জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন। তাৎক্ষণিক এক টুইটে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের ভয় দেখাতে পারবে না। আমরা তাদের গ্রেফতার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’ সূত্র: বিবিসি।

/এমও/